লোকালয়ে কুমির, আতঙ্কে গ্রামবাসী
🎬 Watch Now: Feature Video
লোকালয়ে বাঘ ৷ একথা শোনা গিয়েছে ৷ এবার লোকালয়ে কুমির ৷ শুক্রবার রাতে গ্রামের কয়েকজন জেলে পুলিশ গেটের কাছে মাছ ধরছিল ৷ সেই সময় গ্রামবাসীরা দেখতে পায় একটি বিশাল আকারের কুমির । আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । নামখানা ফ্রেজারগঞ্জ এলাকার বিজয়বাটি গ্রামের ঘটনা । গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় বকখালি বন দফতরে । বন দফতরের কর্মীদের আসতে দেরি হওয়ায় গ্রামবাসীরা তাদের মাছধরা জাল ও দড়ি দিয়ে কুমির ধরতে নেমে পড়ে । স্বাভাবিকভাবে কুমিরটিকে পাকড়াও করতে যথেষ্ট বেগ পেতে হয় গ্রামবাসীদের । ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বকখালি বনদফতরের কর্মীরা । কুমিরটিকে নিয়ে যাওয়া হয়েছে বকখালির বনদফতরে । লোকালয়ে এভাবে কুমির ঢুকে পড়ায় যথেষ্ট আতঙ্কে রয়েছে ফ্রেজারগঞ্জের বিজয়বাটি গ্রামের বাসিন্দারা । বন দফতর সূত্রে জানা গিয়েছে, এটি একটি পূর্ণবয়স্ক কুমির ৷ ঘূর্ণিঝড়ের যশের তাণ্ডবের জেরে একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে । এলাকা জলমগ্ন হওয়ার কারণে লোকালয়ের মধ্যে কুমিরটি ঢুকে পড়েছে । কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করার পর সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে ।