"গো ব্যাক অমিত শাহ", কলকাতার একাধিক জায়গায় বিক্ষোভ CPI(M)-এর - অমিত শাহের জনসভা
🎬 Watch Now: Feature Video
এন্টালি মার্কেটের সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ CPI(M)-এর ৷ "গো ব্যাক অমিত শাহ" স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন দলের কলকাতা জেলা কমিটির সদস্যরা ৷ শহরের ন'টি জায়গায় সকাল থেকেই চলছে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা ৷ তাঁদের বক্তব্য, অমিত শাহ যতক্ষণ শহরে থাকবেন, ততক্ষণ বিক্ষোভ চলবে ৷ আজ শহিদ মিনারে জনসভা করবেন অমিত শাহ ৷
Last Updated : Mar 1, 2020, 2:24 PM IST