রামপুরহাটে শুরু হল কোরোনার টিকাকরণ কর্মসূচি - covid vaccination starts
🎬 Watch Now: Feature Video
আজ থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হল কোরোনার টিকাকরণ কর্মসূচি । এদিন রামপুরহাট মহকুমায় রামপুরহাট, নলহাটি, পাইকর, মুরারই ও মল্লারপুরে 100 জন করে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে । রব্বি নামে এক সাফাই কর্মীকে টিকা দিয়ে এই কর্মসূচির সূচনা হয় । এদিন রামপুরহাট মেডিকেলে এই কর্মসূচি পরদর্শন করতে আসেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় । বীরভূম জেলার স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত মোট সাড়ে 10 হাজার ভ্যাকসিন স্টকে রয়েছে ।