দেশকে হিংসার হাত থেকে বাঁচাতে পারে গান্ধিনীতি : রাজ্যপাল - Gandhi Ghat in Barrackpore
🎬 Watch Now: Feature Video
মহাত্মা গান্ধির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে আজ ব্যারাকপুরের গান্ধিঘাটে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখানে গান্ধি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি । গান্ধি জয়ন্তী উপলক্ষে আজ গান্ধিঘাটে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গান্ধিজির রচনা থেকে পাঠ করে । সস্ত্রীক রাজ্যপাল ছাড়াও অনুষ্ঠানে মন্ত্রী ব্রাত্য বসু, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে রাজ্যপাল সাংবাদিকদের বলেন, "সমগ্র জাতি আজ জাতির জনক মহাত্মা গান্ধিকে স্মরণ করছে । গান্ধিজির নীতি এবং আদর্শ আজও সমান প্রাসঙ্গিক । দেশকে হিংসার হাত থেকে বাঁচাতে পারে সেই নীতি ।"
Last Updated : Oct 2, 2019, 2:44 PM IST