"NIA-কে প্রভাবিত করছে কেন্দ্র", মুর্শিদাবাদের ধৃতদের পাশে দাঁড়িয়ে অভিযোগ সিদ্দিকুল্লার
🎬 Watch Now: Feature Video
"কেন্দ্রীয় সরকার NIA-কে প্রভাবিত করছে । এটা দুঃখের বিষয় ।" মুর্শিদাবাদের ডোমকল থেকে কয়েকজন সন্দেহভাজনকে NIA গ্রেপ্তার করা নিয়ে একথা বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি । তাঁদের মুক্তির দাবি জানান তিনি । তিনি আরও বলেন, " NIA ধরপাকড় করে 2 জনকে ব্যাঙ্কশাল কোর্টে পাঠিয়েছিল তারপর সেখান থেকে দিল্লি নিয়ে গেছে । বাকিরা কোথায় আছে, তাদের বাবা-মা, আত্মীয়-স্বজন কেউ জানে না । এটা কি NIA-র চরিত্র ? NIA-র উচিত ছিল বিবৃতি দেওয়া । কী কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, কোন কোন ধারায় করা হয়েছে কিছুই বলা হচ্ছে না । আমরা অঙ্ক মেলাতে পারছি না । NIA পর পর এই কাজগুলো করে চলেছে ।"