লকডাউনেও হাতে বাজারের ব্যাগ, মুখে মাস্ক নেই ! - হাতে বাজারের ব্যাগ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8168639-721-8168639-1595672499515.jpg)
পরনে হাফপ্যান্ট, হাতে বাজারের ব্যাগ, মুখে মাস্ক নেই ৷ পুলিশ দেখতে পেয়েই ভদ্রলোককে বাড়ি পাঠালো। অনর্থক বেরিয়ে পড়ার চেষ্টা যে রয়েছে তা এই ঘটনায় প্রমাণ। বেলঘড়িয়ায় বাজার বন্ধ। পুলিশ কড়া নজরদারিতে মানুষকে ঘরে ঢুকতে বাধ্য করছে । অনেকে কোনও কাজ নেই লকডাউন দেখতে বেরিয়েছে কেমন চলছে ৷ সকাল থেকে BT রোডে গাড়ির দেখা নেই। জরুরি পরিষেবার গাড়ি চলছে। আর সেই পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অফিস যাওয়ার ছবি ধরা পড়ছে। স্তব্ধ BT রোডও।