আজ থেকে মালদায় শুরু বইমেলা - মালদা বইমেলা 2021
🎬 Watch Now: Feature Video
আজ থেকে শুরু হচ্ছে 32 তম মালদা জেলা বইমেলা ৷ দুপুরে মেলার উদ্বোধন করবেন সাহিত্যিক আবুল বাসার ৷ এই বছর রামকৃষ্ণ মিশন সংলগ্ন ময়দানে মেলা অনুষ্ঠিত হচ্ছে ৷ তবে কোরোনার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সচেতনতা ৷ জেলা গ্রন্থাগার আধিকারিক ড. প্রবোধ মাহাত ইটিভি ভারতকে জানান, "কোরোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে এই বছর স্টলের আয়তন বাড়ানো হয়েছে । পাশাপাশি বইমেলায় প্রবেশের গেটে স্যানিটাইজ়ারের ব্যবস্থা করা হয়েছে । অন্যান্য বছরে বইমেলার উদ্বোধনের দিনে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে । কিন্তু চলতি বছর সেটি হবে না ৷"