বনগাঁর আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজোর চমক খাজুরাহো থিম - Bongaon Iron gate
🎬 Watch Now: Feature Video
বনগাঁর ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো । এবার পুজো পড়ল 34 বছরে । খাজুরাহো মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ । 30 জন শিল্পী প্রায় দু'মাস পরিশ্রম করে মণ্ডপ নির্মাণ করেছেন । মণ্ডপসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী সুবল পালের তৈরি প্রতিমা এই পুজোর বিশেষ আকর্ষণ । পুজোর উদ্যোক্তাদের আশা, তাঁদের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে ।