ম্যারাথনে প্রতিবছর অংশ নেন দৃষ্টিহীন আসিফ - World Braille Day 2020
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5595037-thumbnail-3x2-blind.jpg)
যে বয়স দুনিয়াটাকে নতুন ভাবে চেনা শুরু করে তখনই দৃষ্টি শক্তি চলে গিয়েছিল মহম্মদ আসিফ ইকবালের । কিন্তু তিনি ভেঙে না পড়ে ঘুরে দাড়ানোর চেষ্টা করেছিলেন । বিফলে যায়নি সেই চেষ্টা । বছর চল্লিশের মানুষটি বিধাননগর থানার অন্তর্গত মহিষবাথানে একটি অভিজাত আবাসনে থাকেন । দৃষ্টি শক্তির প্রতিবন্ধকতা সরিয়ে নিয়মিত ম্যারাথনে অংশ নেন । প্রতিবছর অংশ নেন কলকাতা ম্যারাথনে ।