নেশামুক্ত যুব সমাজ ও নারী সুরক্ষার্থে পুরুলিয়ায় যুব মোর্চার মিছিল - west bengal assembly election
🎬 Watch Now: Feature Video
গাঁজা কাণ্ডে গ্রেপ্তার শিক্ষক শুভজিৎ মাহাতকে মুক্তি, জেলায় শিল্প স্থাপন, নেশামুক্ত যুব সমাজ ও নারী সুরক্ষা সহ একাধিক দাবিতে পুরুলিয়ায় বিজেপি জেলা যুব মোর্চার মিছিল । এদিন পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে একত্রিত হন বিজেপি নেতাকর্মী সমর্থকেরা । সেখান থেকে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত ব্যানার পোস্টার হাতে নিয়ে পুরুলিয়া শহরের একাংশ মিছিল করেন তারা । এদিনের মিছিলে নেতৃত্ব দেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা ।