BJP Protest In Jalpaiguri: করোনা আক্রান্তের মৃত্যুতে প্রতিবাদ বিজেপির - করোনা আক্রান্তের মৃত্যুতে প্রতিবাদ বিজেপির
🎬 Watch Now: Feature Video
সরকারি অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাবে যুবকের মৃত্যুর ঘটনার পর প্রতিবাদে নামল বিজেপির যুবমোর্চা (BJP Protest In Jalpaiguri)। এদিন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি যুবমোর্চার কর্মীরা। জেলা যুবমোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, "রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পরেছে। কোভিড আক্রান্ত রোগী অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। এর থেকে দুঃখজনক ঘটনা হতে পারে না। আমরা এর আগেও স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু স্বাস্থ্য দফতর কর্ণপাত করেনি। আজ আমরা জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দফতরে এসেছিলাম স্বারক লিপি দিতে কিন্তু মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাদের আসার খবর পেয়েই পালিয়ে গিয়েছেন। "
TAGGED:
BJP Protest In Jalpaiguri