"দুয়ারে সরকারের" পালটা পথে নামছে বিজেপি বললেন দিলীপ - BJP state presidents Dilip ghosh
🎬 Watch Now: Feature Video
তৃণমূলের "দুয়ারে সরকার" কর্মসূচির পালটা পাঁচ ডিসেম্বর থেকে প্রচারে নামছে বিজেপি। আজ হেস্টিংস অফিসে সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল করছে "দুয়ারে সরকার।" আমরাও যাব দুয়ারে দুয়ারে, মানুষের কাছে, এই সরকারের(তৃণমূল) দুর্নীতি নিয়ে। "আর নয় অন্যায়" লিফলেট নিয়ে 1 কোটিরও বেশি পরিবারের কাছে এই বার্তা পৌঁছে দেব। পাঁচ ডিসেম্বর থেকে সূচনা হবে এই কর্মসূচির জানালেন দিলীপ ঘোষ।