দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও, প্রশাসনকে হুঁশিয়ারি BJP-র - bjp protests at asansol
🎬 Watch Now: Feature Video
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করল BJP । ছিলেন BJP নেতা সুরেন্দ্রনাথ লাম্বা, BJP কাউন্সিলর আশা শর্মা, ভৃগু ঠাকুর, যুব মোর্চা নেতা সুদীপ চৌধুরি সহ অন্যরা । সুদীপ চৌধুরি বলেন, "BJP কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে । সাংসদদের অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে । প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে ।"