"21 জুলাই এবার শহিদ স্মরণের নয়, কাটমানির" - 21 July
🎬 Watch Now: Feature Video
এবারের 21 জুলাই সমাবেশকে কটাক্ষ করলেন BJP নেতা সুভাষ সরকার ৷ আজ বাঁকুড়ার রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, "এবছরের 21 জুলাই শহিদস্মরণের নয় ৷ কাটমানির 21 জুলাই হবে ৷ আগের বারের তুলনায় সভায় মানুষ অনেক কম আসবে ৷ আর যদি জোর করে আনতে পারে তাহলে আনুক ৷ কিন্তু তাতে মানুষ আরও তাদের বিপক্ষে যাবে ৷"