NRC নিয়ে সুর নরম দিলীপের - মানুষকে ভুল বোঝানোর জন্য মমতাকে দায়ি দিলীপের
🎬 Watch Now: Feature Video
NRC নিয়ে সুর নরম করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । পাশাপাশি NRC নিয়ে মানুষকে ভুল বোঝানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেন তিনি । ধনেখালির সভায় দিলীপ বলেন, "যাঁরা বাংলাদেশ থেকে উদবাস্তু হয়ে এসেছেন তাঁদের আমরা এ দেশে জায়গা দেব । নাগরিকত্ব দেব । "