"বাবুল কি দুয়ায়ে লেতি যা", নববিবাহিতদের মঙ্গল কামনায় 'গায়ক' বিজয়বর্গীয় - Kailash Vijayvargiya
🎬 Watch Now: Feature Video
একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে ৷ নববিবাহিত মেয়েদের পরবর্তী জীবনের সুখশান্তি কামনায় গান গাইলেন তিনি ৷ বিজেপির শীর্ষনেতার গলায় শোনা গেল মহম্মদ রফির গাওয়া 'নীলকমল' সিনেমার বিখ্যাত গান "বাবুল কি দুয়ায়ে লেতি যা" ৷ হাওড়ার বাগনানে রথতলা সোসাইটির গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ বিভিন্ন সম্প্রদায়ের 201 জোড়া পাত্র পাত্রীর বিয়ের ব্যবস্থা করা হয় ৷ অনুষ্ঠানে বিজেপি নেতাকে কন্যাদান করতেও দেখা যায় ৷
Last Updated : Feb 8, 2021, 12:02 PM IST