Priyanka Tibrewal: এরকম নোটিস 100 পাই, 150 পড়ি, 200 ছিঁড়ি; শোকজে অগ্নিশর্মা প্রিয়াঙ্কা - নির্বাচন কমিশনের শো-কজ় নোটিস প্রসঙ্গে মন্তব্য প্রিয়াঙ্কার
🎬 Watch Now: Feature Video
ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন অবৈধভাবে জমায়েত তৈরি করে কোভিড বিধি ভাঙার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ৷ যার জেরে নির্বাচন কমিশনের শোকজের মুখে পড়েন প্রিয়াঙ্কা ৷ তিনি তাঁর উত্তরও দিয়েছেন ৷ এবার এই শোকজ নোটিস প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ আজ ভবানীপুরে নির্বাচনী প্রচার করার সময় নির্বাচন কমিশনের শোকজ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন,"এরকম চিঠি 100 পাই, 150 পড়ি, 200 ছিঁড়ি । আমার কিছু যায় আসে না ৷ "
Last Updated : Sep 16, 2021, 6:12 PM IST