BJP-তে যোগ বিপ্লব মিত্র ও উইলসন চম্প্রামারির - JOIN
🎬 Watch Now: Feature Video
BJP-তে যোগ দিলেন উইলসন চম্প্রামারি এবং বিপ্লব মিত্র । আজ দিল্লিতে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দেওয়া হয় । দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা ছিলেন বিপ্লববাবু । এই পরিস্থিতিতে তাঁর দলত্যাগ জেলায় তৃণমূলের কাছে জোর ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল ।