ইস্টবেঙ্গলের জয়কামনায় তিনদিন ব্যাপী সাইকেল ব়্যালি - cycle rally in dumdum
🎬 Watch Now: Feature Video
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে এবং আইএসএলে জয় কামনা করে সাইকেল ব়্যালির আয়োজন করল সমর্থকরা । দমদমের ফুটবল লাভার্স এসোসিয়েশনের ইস্টবেঙ্গল ফ্যানক্লাবের তরফে এই অভিনব জয়কামনার আয়োজন করা হয়েছে । দমদম থেকে এই সাইকেল ব়্যালি শুরু হবে, চলবে নদীয়া পর্যন্ত । তিনদিন ব্যাপী এই সাইকেল ব়্যালির আয়োজন করা হয়েছে ।