Demand of Bridge : সেতু নেই, ঝুঁকি নিয়ে বাবলা নদী পার হয় ভরতপুর-বেলডাঙার মানুষ - Latest News on Murshidabad
🎬 Watch Now: Feature Video
সেতু না হওয়ায় ঝুঁকি নিয়েই বাবলা নদী পারাপার করতে হয় মুর্শিদাবাদের ভরতপুর ও বেলডাঙা-1 ও 2 ব্লকের কয়েক হাজার মানুষকে । তাঁদের দাবি, লোহাদহ ঘাটে সেতুর দাবি বহুবার প্রশাসনের কাছে জানানো হয়েছে (bharatpur benldanga residents demand bridge on babla river) ৷ তার পরও কোনও সুরাহা হয়নি ৷ তাই ভরতপুর থানার আমলায় অঞ্চলের লোহাদহ, জোরগাছি, খয়রা, আমলায়-সহ প্রায় 10 টি গ্রামের সঙ্গে বেলডাঙা ব্লকের শক্তিপুর, বাজারশো-সহ প্রায় 15-20টি গ্রামের যোগাযোগের মাধ্যম এই নদীপথ ।