আবার জিতব, তৃণমূল সরকার গড়বে; ভোট দিয়ে বললেন নির্মল ঘোষ - Nirmal Ghosh casting his Vote
🎬 Watch Now: Feature Video
ভোট দিলেন পানিহাটির চারবারের বিধায়ক নির্মল ঘোষ ৷ সোদপুর হাইস্কুলে ভোট দিলেন নির্মল ৷ ভোট দিয়ে বললেন, "বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে লোক এনে বুথে ঢোকার চেষ্টা করছিল ৷ কিন্তু মানুষই প্রতিহত করেছে । মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে । আবার জিতব ৷ তৃণমূল সরকার গড়বে ।"