শীতলকুচির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি মানবাধিকার সংস্থার - শীতলকুচি
🎬 Watch Now: Feature Video
শীতলকুচি ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলল মানবাধিকার সংগঠন এপিডিআর । শুক্রবার কোচবিহারে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি জানানো হল সংস্থার তরফে । সংগঠনের সহ সম্পাদক আলতাফ আহমেদ বলেন, ‘‘শীতলকুচির পাঠানটুলি গ্রামের বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে হাতিয়ার করছে একটি রাজনৈতিক দল ৷ যা ঠিক নয় ৷ আমরা চাই বিচারবিভগীয় তদন্ত ৷’’