পিছিয়ে পড়ে গণনার মাঝেই কেন্দ্র ছাড়লেন অশোক ভট্টাচার্য - শিলিগুড়ি
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়ি, 2 মে: পিছিয়ে পড়ে গণনা শেষ হওয়ার আগেই গণনাকেন্দ্র ছাড়লেন তাবড় বাম নেতা অশোক ভট্টাচার্য । রবিবার শিলিগুড়ি কলেজে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের গণনা চলাকালীন গণনাকেন্দ্র ছেড়ে সোজা বেরিয়ে যান অশোক ভট্টাচার্য । দলত্যাগী বিজেপি প্রার্থী এবং একদা অশোক ভট্টাচার্যেরই ছায়াসঙ্গী শঙ্কর ঘোষের থেকে পিছিয়ে থেকে চতুর্থ রাউন্ড চলাকালীন গনণাকেন্দ্র থেকে বেরিয়ে যান । ছয় রাউন্ডের পরই হারের সম্মুখীন হয়েছেন তিনি । প্রতিটি রাউন্ডে শুধু বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসের ওম প্রকাশ মিশ্রের থেকেও কম ভোট পান তিনি ৷ একদা বাম দুর্গ নামে পরিচিত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে হারের লজ্জ্বায় আগেই সরে যান অশোকবাবু । ছয় রাউন্ড শেষে শঙ্কর ঘোষের প্রাপ্ত ভোট 39 হাজার 572, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওমপ্রকাশ মিশ্রের প্রাপ্ত ভোট 20 হাজার 101 এবং তৃতীয় স্থানে থাকা অশোক ভট্টাচার্যর প্রাপ্ত ভোট 11 হাজার 66 । ছয় রাউন্ড শেষ 19 হাজার 381 ভোটে এগিয়ে শঙ্কর ঘোষ । গণনাকেন্দ্র ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য বলেন, "লোকসভায় যে আমাদের ধস নেমেছিল আমরা ভেবেছিলাম সেটা মিটিয়ে নিয়েছি । কিন্তু তা নয় । লোকসভার ভোটের ট্রেন্ডই থেকে গিয়েছে ।"