প্রচারে ক্লান্তিহীন সায়নী, পাল্লা দিতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন দলীয় কর্মীরা - bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
কখনও তিনি ছুটছেন, কখনও বসে পড়ছেন, কখনও আবার টোটোকে ধাক্কা দিচ্ছেন । প্রচারে বেরিয়ে তাঁর গতির সঙ্গে পাল্লা দিতে পারছেন না কেউই । মাইলের পর মাইল হেঁটে শিল্পাঞ্চলের আনাচে কানাচে প্রচার সারছেন আসানসোল দক্ষিন কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ আসানসোলের তপ্ত গরমে দলীয় নেতা কর্মীরা ক্লান্ত হয়ে গেলেও সায়নীর বিরাম নেই । বরং হাঁপিয়ে যাওয়া কর্মীদের সামনে তাঁদের থাকতে মানা করছেন সায়নী । এলাকার মানুষরাও সায়নীর এনার্জি দেখে অভিভূত ।