"BJP একটা ফেক পার্টি", কটাক্ষ তৃণমূল নেতার - reaction of Shyamal Santra in bankura
🎬 Watch Now: Feature Video
"কেন্দ্রীয় বাহিনী কেন অ্যামেরিকা থেকে বাহিনী নিয়ে এসে ভোট করাক না ৷ তাতে আপত্তি নেই ৷ বাংলার মানুষ তৃণমূলকে ভোট দেবে ৷" বললেন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা । তিনি বলেন, "BJP একটি ফেক পার্টি ৷ তারা মিথ্যা খবর ছাড়া ভারতের মানুষকে আর কিছুই উপহার দিতে পারে না ৷ রাজু বন্দ্যোপাধ্যায় হুঙ্কার করে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করেন ৷"