বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন - durga pujo 2019
🎬 Watch Now: Feature Video
আজ দুপুর 2 টো থেকে বাবুঘাটে শুরু হয়েছে নিরঞ্জন ৷ প্রথমে বাড়ির ছোটো ছোটো প্রতিমা নিরঞ্জন হয় ৷ বিকেলের পর থেকে শুরু হয় বড় ও বনেদি পরিবারের প্রতিমা নিরঞ্জন ৷ মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ তিনটি ক্রেন রয়েছে প্রতিমার কাঠামো তোলার জন্য ৷