ডাম্পিং গ্রাউন্ড, দূষণ, দুর্গন্ধ, অতিষ্ঠ রায়গঞ্জের শ্মশান কলোনি - জনতা
🎬 Watch Now: Feature Video
রায়গঞ্জ পৌরসভার 26টি ওয়ার্ডের যাবতীয় নোংরা আবর্জনা ফেলা হয় 22 নম্বর ওয়ার্ডের বন্দর শ্মশানঘাটের কাছে ডাম্পিং গ্রাউন্ডে । তার জেরে দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ কলোনির বাসিন্দাদের । ছড়াচ্ছে দূষণ, শিশু ও বয়স্কদের দেখা দিচ্ছে নানা রোগ । এলাকাবাসী থেকে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌরসভার এই ডাম্পিং গ্রাউন্ড । ইটিভি ভারতের @জনতায় সেই সমস্যার কথাই জানালেন সেখানকার আমজনতা ।