রাজ্যের যা অবস্থা তাতে 356 জারি হওয়া উচিত : বাবুল সুপ্রিয় - রাজ্যে 365 ধারা জারি করার আবেদন বাবুল সুপ্রিয়র
🎬 Watch Now: Feature Video
"হাথরস নিয়ে যা করার যোগিজি করেছেন । CBI তদন্তের কথা নিজে থেকেই বলেছেন । যে সমস্ত পুলিশ আধিকারিক বেপরোয়াভাবে কাজ-কর্ম করেছেন তাদের উপর খাঁড়া নেমে এসেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নামার কোনও অধিকার নেই । এটা একটা দেশব্যাপী, বিশ্বব্যাপী সমস্যা । সেজন্য আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে ।" আজ আসানসোলে এসে ETV ভারতের মুখোমুখি হয়ে একথা বলেন সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় ।
ব্যারাপকপুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল তৃণমূলের মিছিল শেষ হয়ে যাওয়ার পর গুলি করে মারা হয়েছে অর্জুন ভাইয়ের একদম কাছের ছেলেকে । আমরা বহুবার রাষ্ট্রপতির কাছে গেছি 356 জারি করার জন্য । পশ্চিমবঙ্গের যা অবস্থা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে 356 জারি করাই উচিত । তবে আমরা মানুষের রায়ে বিশ্বাস করি ।"
Last Updated : Oct 5, 2020, 1:19 PM IST