Arambag : মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়লাভের জন্য যজ্ঞ, মাজারে চাদর আরামবাগের সাংসদের - জয়লাভের জন্য যজ্ঞ করলেন আরামবাগের সাংসদ
🎬 Watch Now: Feature Video
ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল ভোটে জয়লাভের জন্য আজ সকালে রিষড়া স্টেশন রোডের কাছে পীরবাবার মাজারে চাদর চড়ালেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার ও স্বামী তথা রিষড়া পৌরসভার প্রশাসক শাকির আলি । এদিন খানাকুলে ঘন্টেশ্বর শিবমন্দিরে যজ্ঞও করেন আরামবাগের সাংসদ । নিজেরা স্বামী-স্ত্রী ভিন্ন ধর্মের হয়েও মুখ্যমন্ত্রীর জয়ের জন্য তাঁরা হিন্দু ও মুসলিম-সহ সমস্ত ধর্মের মানুষের কাছে আবেদন জানান । সাংসদ জানান, আমরা সকল ধর্মের ঈশ্বর, আল্লাহ, ওয়াহে গুরু সকলের কাছে প্রার্থনা করছি, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখের উপরে ভোটে জেতেন । তাই আজ সকাল সকাল এই মাজারে এসে প্রার্থনা করলাম ।