Anubarata Mondal : বোলপুরে মেডিক্যাল কলেজ, খুশি অনুব্রত
🎬 Watch Now: Feature Video
"কেন্দ্র-রাজ্যের সহযোগিতায় মেডিক্যাল কলেজ হওয়ায় খুব উপকৃত হল বোলপুরের মানুষ", এমনটাই মত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ৷ সম্প্রতি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও এই নিয়ে কেন্দ্রের কাছে আপত্তি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তার পরও কেন্দ্র ছাড়পত্র দেয় ৷ এই নিয়ে অবশ্য অনুব্রত মণ্ডল কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ তবে তিনি বলেন, "প্রণব মুখোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, এমনকি রাজীব গান্ধিও চেয়েছিলেন বোলপুরে মেডিক্যাল কলেজ । মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন । এতে খুব উপকার হল বোলপুরে মানুষের ৷ আমি খুব খুশি ।"