Anubrata on Municipal Election : সাংঘাতিক খেলা হবে, আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে অনুব্রত - Anubrata Mandal speaks on Municipal Election
🎬 Watch Now: Feature Video
'সাংঘাতিক খেলা হবে, খেলার মত খেলা হবে, গোলের মত গোল দেব ।" আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata on Municipal Election) । শুক্রবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে বিজেপির জেলা সম্পাদক শুভ্রাংশু চৌধুরী ওরফে খোকন চৌধুরী তৃণমূলে যোগ দেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আসন্ন পৌর নির্বাচন নিয়ে একাধিক কথা বলেন তিনি ৷