সাফল্যের চূড়ায়, বাবা-মায়ের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাচ্ছে অগ্নিভ - মাধ্যমিতকে চতুর্থ স্থান
🎬 Watch Now: Feature Video
ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় মাধ্যমিকে চতুর্থ স্থানাধিকারী অগ্নিভ সাহা । ভালোবাসে ক্রিকেট খেলতে, বই পড়তে । অগ্নিভ-র প্রাপ্ত নম্বর 689 । বীরভূম জেলা স্কুলের ছাত্র সে । ফল প্রকাশের পর বাবা-মার সঙ্গে আনন্দর মুহূর্ত কাটাচ্ছে অগ্নিভ ।