ক্লাস্টার কমিটি গঠনে পক্ষপাতিত্ব, নদিয়ায় BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ - nadia agitation
🎬 Watch Now: Feature Video
ক্লাস্টার কমিটি গঠনে BDO পক্ষপাতিত্ব করছে ৷ কাউকে না জানিয়েই এই কমিটি গঠন করা হয়েছে ৷ এই অভিযোগে নদিয়ার শান্তিপুরে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা ৷ তাঁদের অভিযোগ, কমিটি গঠনের আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের জানানো হয়নি ৷ ভোটও করা হয়নি ৷ বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন পুরোনো ক্লাস্টার কমিটির সদস্যরাও ছিলেন ৷