কোরোনা ভাইরাসকে শেষ করব, তৃণমূলকেও শেষ করব : দিলীপ ঘোষ - তৃণমূলকে আক্রমণ দিলীপের
🎬 Watch Now: Feature Video
"কোরোনা ভাইরাসকে শেষ করব । তৃণমূলকেও শেষ করব।" পুরুলিয়ার ঝালদায় জনসভায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে সংখ্যালঘুরাও বিজেপির সঙ্গে আছে বলে দাবি করেন তিনি । বলেন, "গরিবদের জন্য যত কেন্দ্রীয় প্রকল্প হয়েছে প্রতিটিরই সুবিধা ও সুফল পেয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এটা বাংলাতেও শুরু হয়ে গেছে।" তিনি আরও বলেন, "মিম দিদিমণির টেনশন-এর ব্যাপার। বিজেপি কোনওদিন এই নিয়ে ভাবে না । আমার সাধারণ মানুষের সঙ্গে থাকি। 'সব কা সাথ সবকা বিকাশ'-এর রাজনীতি করি। তাই সবাইকে সমান চোখে দেখি।" সঙ্গে বলেন,"ভদ্র লোকেরা এই অপরাধীদের পার্টিতে থাকতে চাইছেন না । তাই সকাল-বিকেলে কেউ না কেউ দল ছাড়ছেন। কোরোনা কবে যাবে জানি না। তবে তৃণমূল দল কবে যাবে সেটা আমি বলে দিতে পারি । আগামী মে মাসের পর তৃণমূল বলে কোনও পার্টিই থাকবে না।"