বারাবনি ঘটনার পর আসানসোলে বিজেপির মিছিলে জনজোয়ার - আর নয় অন্যায়
🎬 Watch Now: Feature Video
বারাবনিতে বিজেপির "আর নয় অন্যায়" শীর্ষক মিছিল ঘিরে বোমা, গুলি চলার পর আসানসোলে বিজেপির মিছিলে জনজোয়ার নামল । আজ বিকেলে আসানসোলের চিত্রা মোড় থেকে একটি মিছিলের আয়োজন করা হয় । মিছিলের নেতৃত্ব দেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । এই মিছিলে কার্যত বারাবনি ঘটনার প্রতিবাদের ঝড় ওঠে । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, "বারাবনিতে আমাদের মিছিলে যেভাবে হামলা করা হল, তা অগণতান্ত্রিক । আমরা তীব্র প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমেছি ।"