মমতাই হিন্দু-মুসলিম দূরত্ব তৈরি করলেন : অধীর - Hindu Muslim distance
🎬 Watch Now: Feature Video
“আরে ডাকাতকে রানি, কাহু তুমহারি কাহানি ? বিজেপিকে বাংলা নিয়ে আসার পেছনে কে? কে বিজেপিকে ১৮ টা আসন পাইয়ে দিয়েছে ? কংগ্রেসকে, সিপিআইএমকে হত্যা করে পার্টি করতে দেয়নি। কিন্তু বিজেপিকে বাধা দেয়নি। আর যত দোষ কংগ্রেসের ? আজ কংগ্রেস, সিপিআইএম দুর্বল হওয়ায় বিজেপি রাজ্যে এসেছে। এখন দিদি দেখছে কোথায় যাব ? আপনার কোথাও যাওয়ার জায়গা নাই, আপনাকে কংগ্রেসের পা ধরতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগামীদিনে কংগ্রেসের পা ধরতে হবে।” মালদায় এসে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। তিনি বলেন, “মমতা ব্যানার্জিকে রাজ্যের মুসলিম ভাইদের কাছে ক্ষমতা চাইতে হবে। বাংলার মুসলমানরা আপনাকে ভরসা করে না। বাংলার মুসলিম ভাইয়েরা ইমাম ভাতা চায়নি। মুখ্যমন্ত্রী সেটা করতে গিয়ে বিজেপির সুবিধা করে দিল। কোনও মুসলিম বলেছিল, মহরমে হিন্দুদের ভাসান বন্ধ রাখতে হবে ? কেউ বলেনি, এই মহিলা নিজেই বলেছেন । এভাবেই হিন্দু মুসলিমের মধ্যে দূরত্ব তৈরি করলেন।”