কোরোনাকে হার মানিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন 100 ছুঁইছুঁই বৃদ্ধা - Coronavirus update
🎬 Watch Now: Feature Video
বয়স প্রায় একশোর কাছাকাছি । কিন্তু তাতে কী ! মনের জোরে ও চিকিৎসকদের চেষ্টায় আক্রান্ত হওয়ার প্রায় 11 দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধা । শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় , হাসপাতালের তরফে গান গেয়ে, ফুল এবং অন্যান্য উপহার দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয় ।