কোটি টাকার জালনোট ও 17টি সোনার বিস্কিটসহ গ্রেপ্তার 9 - 9 arrested with fake notes and 17 gold biscuits
🎬 Watch Now: Feature Video
এক কোটি টাকার জালনোট ও 17টি সোনার বিস্কিটসহ 9 জনকে গ্রেপ্তার করল কোচবিহার থানার পুলিশ। কোচবিহার থেকে অসম যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয় ৷ গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী কোচবিহার থানার পুলিশ ও SSB 17 নম্বর ব্যাটেলিয়ন যৌথ অভিযান চালিয়ে ডাওয়াগুড়ি 31 নম্বর জাতীয় সড়ক থেকে পাচারকারীদের গ্রেপ্তার করে।