রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজোয় দেখা মিলবে জারোয়াদের - রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবে গেলেই দেখা মিলবে জারোয়া উপজাতির
🎬 Watch Now: Feature Video
রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো এবার 64 তম বর্ষে পড়ল । "পুজোর থিম "এখনও আঁধারে" । পুজোর থিমে উঠে এসেছে জারোয়া উপজাতিদের জীবন । থিম-শিল্পী অরূপ ধর । পুজোর বাজেট 21 লাখ টাকা । চতুর্থী থেকেই মানুষের ঢল পুজো মণ্ডপে । পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর তাঁরা রেকর্ড ভিড়ের আশা করেছেন ।