শিলিগুড়িতে তিনটি বড় কনটেনমেন্ট জ়োন করা হচ্ছে : গৌতম দেব - শিলিগুড়িতে তিনটি বৃহৎ কনটেইনমেন্ট জ়োন চালুর ঘোষণা
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়িতে কোরোনা আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে ৷ ফলে, এই পরিস্থিতিতে ছোটো ছোটো কনটেনমেন্ট জ়োনের পরিবর্তে বড় কনটেনমেন্ট জ়োন করা হচ্ছে ৷ চম্পাসারী এলাকায় তিনটি বড় কনটেনমেন্ট জ়োন করা হবে, ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব ৷ 14 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে টিকিয়াপাড়া বাজার, গুরুং বস্তি বাজার, হায়দরপাড়া বাজার, একটিয়াশাল বাজার, ঘুগুমারি বাজার । মন্ত্রী আরও জানান, আজই ফের নতুন নির্দেশ জারি করা হচ্ছে । বিশেষ নজর দেওয়া হচ্ছে 46 ও 28 নম্বর ওয়ার্ডে ।