বাড়ি থেকে উদ্ধার 20টি গোখরো সাপ, দেখুন ভিডিয়ো...
🎬 Watch Now: Feature Video
একটি বা দু’টি নয়, একসঙ্গে 20টি সাপ , তাও আবার বিষধর গোখরো ৷ একসঙ্গে এতগুলি সাপ আস্তানা গেড়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের সামাট গ্রামের বটব্যাল পরিবারের বাড়িতে ৷ শুক্রবার সন্ধেয় শোওয়ার ঘরে বসে টিভি দেখছিলেন পরিবারের সদস্যরা ৷ আচমকাই বেরিয়ে আসে একটি সাপ ৷ এরপর একে একে আরও সাপ বেরিয়ে আসতে শুরু করে ৷ তবে পরিবারের সদস্য দিবাকর বটব্যাল আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করে সাপগুলিকে একটি পাত্রে আটকে রাখেন ৷ রাতেই সুলতাননগর বিট অফিসে খবর দেওয়া হয় এবং শনিবার বনকর্মীরা এসে সাপগুলিকে নিয়ে যান ৷ সাপগুলি না মেরে পাত্রে আটকে রাখায় দিবাকরবাবুর প্রশংসা করেন বনকর্মীরা ৷
দিবাকর বটব্যাল জানান, ‘‘আমরা একটু সতর্ক ও সচেতন হলেই এই নিরীহ প্রাণীগুলিকে বাঁচাতে পারি ৷ আমরা আতঙ্কিত হয়ে যদি সাপগুলিকে মেরে ফেলি, তাহলে আগামীদিনে এগুলি লুপ্ত হতে বসেছে ৷ অসতর্কতার কারণে সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু ঘটে ৷ তাই আমাদের সতর্ক ও সচেতন হওয়া উচিত ৷ দেখুন সাপ ধরার সেই ভিডিয়ো....