Bongaon TMC Joining: বনগাঁয় 2 পঞ্চায়েত সদস্য-সহ 1200 কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে
🎬 Watch Now: Feature Video
বনগাঁ বিজেপিতে ভাঙন অব্যাহত । কালোপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি সদস্য-সহ প্রায় 1200 বিজেপি কর্মী সমর্থকের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভানেত্রী আলোরানি সরকার । পঞ্চায়েত সদস্যরা হলেন মলয় বিশ্বাস ও নারদ মুণ্ডা । তাঁদের সঙ্গে বিজেপির স্থানীয় অটো টোটো ও শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন । গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কাজ করতে না-পেরে তৃণমুলের উন্নয়নে সামিল হতে তাঁরা বিজেপি ত্যাগ করছেন বলে দাবি কর্মীদের । মলয় বিশ্বাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলেন, "মানুষের কাজ করার জন্য ভোটে দাঁড়িয়েছিলাম । কিন্তু বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছে না । ওখানে দলবাজি আর গোষ্ঠীতন্ত্র ছাড়া কিছুই নেই । তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করা।" বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের অবশ্য দাবি, "বিজেপিতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই । চাপের মুখে পড়ে তাঁরা তৃণমূলে যোগদান করছেন । কিন্তু তাঁরা বলে গিয়েছেন, তাঁদের শরীর যাচ্ছে, মন বিজেপিতেই থাকছে ।"