উদ্ধার হল চুরি যাওয়া গয়না, পুলিশের জালে চোর - গোপালনগরে পুলিশের জালে চোর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10465430-thumbnail-3x2-wb-pic.jpg)
খোয়া যাওয়া গয়না উদ্ধার করল উত্তর 24 পরগনার গোপালনগর থানার পুলিশ । ঘটনায় দীপঙ্কর প্রধান নামে এক স্থানীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ । সোনার চেন, সোনার একজোড়া কানের দুল, একটি বালা উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান গোপালপুরের অম্বরপুর কলোনির বাসিন্দা সস্ত্রীক সজলবাবু । গতকাল ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।