Handicapped Girl Rape in Murshidabad : বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধানের ভাই - Handicapped Girl Rape in Murshidabad
🎬 Watch Now: Feature Video
বিশেষ সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানের ভাইকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ (Handicapped Girl Rape in Murshidabad) । ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার হুরসি এলাকায় ৷ তিনদিন আগে ঘটনা ঘটলেও অভিযুক্তকে আড়াল করা-সহ তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা । শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় তাঁদের অভিযোগ নিতে পুলিশি হয়রানিরও অভিযোগ করেন তিনি ৷