ফিটনেস ফ্রিক কোহলির প্রিয় "পাওয়ার স্ন্যাচ" - পাওয়ার স্ন্যাচ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7887529--thumbnail-3x2-kohli.jpg)
ফিটনেস নিয়ে সর্বদা সজাগ বিরাট কোহলি ৷ লকডাউনে বাড়িতে বসে থাকতে হলেও জিম, ওয়ার্কআউটে ফাঁকি দেওয়ার মানুষ নন ভারত অধিনায়ক ৷ কয়েকদিন আগেই হার্দিক পাণ্ডিয়ার দেওয়া ফ্লাই পুশআপ চ্যালেঞ্জ পূরণ করে ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ এবার নিজের প্রিয় ওয়ার্কআউটের ভিডিয়ো পোস্ট করলেন ভিকে ৷ জানালেন পাওয়ার স্ন্যাচই তাঁর প্রিয় ৷ রোজই এটা করতে চান তিনি ৷