Bajrang Punia: চোট ভুলে পদক জেতাই লক্ষ্য ছিল বজরং পুনিয়া’র - Tokyo Olympics 2020
🎬 Watch Now: Feature Video
পায়ের চোট নিয়ে সেমিফাইনালের ম্যাচে নেমেছিলেন বজরং পুনিয়া (Bajrang Punia) ৷ এমনটাই জানালেন টোকিয়ো অলিম্পিকস (Tokyo Olympics)-র ব্রোঞ্জ পদক বিজয়ী ৷ 65 কেজির ক্যাটাগরিতে কাজাখস্তান-এর প্রতিদ্বন্দ্বী দৌলেত নিয়াজবেকভকে 8-0 ফলে হারিয়েছেন পুনিয়া ৷ টোকিয়ো থেকে হরিয়ানায় ফেরার পর ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতীয় কুস্তিগীর ৷ প্রথম রাউন্ডেই বজরং পুনিয়া 2-0’তে এগিয়ে গিয়েছিলেন ৷ যার ফলে শেষ তিন মিনিটে কাজাখস্তান-এর প্রতিদ্বন্দ্বী আর ঘুরে দাঁড়াতে পারেননি ৷ গতকাল দিল্লিতে সংবর্ধনা অনুষ্ঠানের পর আজ হরিয়ানার সোনিপাতের বাড়িতে পৌঁছেছেন বজরং পুনিয়া ৷ সেখানে তাঁর পরিবারে সদস্য এবং স্থানীয়রা তাঁকে উৎসবের মেজাজে স্বাগত জানিয়েছেন ৷