পঞ্চমবার ভারত সেরা, আবিরের ছোঁয়ায় আকাশের রং সবুজ মেরুন - fans-goes-crazy-after-mohunbagan-win-
🎬 Watch Now: Feature Video
ম্যাচের বয়স তখন আশি মিনিট। বেইতিয়ার পাস থেকে পাপা বাবা দিওয়াড়ার জোরালো শট আইজ়লের জালে জড়াতেই মোহনবাগান গ্যালারিতে শুরু হল উৎসব । সবুজ মেরুন আবিরে ছেয়ে গেল কল্যাণীর আকাশ ৷ বাজনার তালে চলল নাচ ৷ আইলিগ জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠল সমর্থকরা ৷ আইজ়ল FC-কে 1-0 গোলে হারিয়ে আইলিগ খেতাব নিশ্চিত করল মোহনবাগান। 16 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে কিবু ভিকুনার দল।
TAGGED:
mb win ileague etv