অলিম্পিক স্থগিত হওয়ায় হতাশ: মানু ভাকের - Manu bhaker interview
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7418111-thumbnail-3x2-manu.jpg)
মাত্র 16 বছর বয়সেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন ৷ ইতিমধ্যেই অর্জুন পুরস্কার, রাজীব গান্ধি খেলরত্নের মতো খেলাধুলোর জগতের শ্রেষ্ঠ সম্মানের জন্য অষ্টাদশী শুটার মানু ভাকেরের নাম মনোনীত হয়েছে ৷ তাঁর পদক তালিকা দেখলে বড় বড় ক্রীড়াবিদেরও চোখ কপালে উঠতে বাধ্য ৷ লকডাউন থেকে নিজের কড়া রুটিন, পছন্দ-অপছন্দ নিয়ে ETV ভারতের সঙ্গে খোলামেলা আলোচনায় দেশের শুটিং সেনসেশন ৷