Kori Khela Serial : গ্রেফতার 'কড়িখেলা'র পারমিতা, পরিণতি কী হবে ? - বাংলা সিরিয়াল কড়িখেলা
🎬 Watch Now: Feature Video
'মিঠাই', 'যমুনা ঢাকি', 'অপরাজিতা অপু'র পাশাপাশি গল্পগুণে দর্শকের মন কেড়েছে 'কড়িখেলা' (Kori Khela Serial)। টিআরপিতে বাজিমাত না করলেও, স্বামী হারিয়ে ছেলেকে নিয়ে গল্পের নায়িকা পারমিতার লড়াই দর্শক ভালবাসছেন ৷ এরপর ফের এক সংসারে পারমিতার বধূবরণ । আর সেখান থেকেই তার আরেক লড়াইয়ের শুরু ৷ ক্যাফের পাশাপাশি কেকের ব্যবসা ভালই চলছে । এরই মধ্যে পারমিতাকে ফাঁসাতে তাঁর জা রিতু এবং প্রতিদ্বন্দ্বী ক্যাফের মালিক মিলে তাদের অর্ডারের কেকে মিশিয়ে দেয় মারণ রাসায়নিক । আর সেই কেক খেয়ে অসুস্থ হয়ে পড়েন শহরের বহু মানুষ । ফলে পুলিশ পারমিতাকে গ্রেফতার করে । কী হবে তারপর ? পারমিতা কী পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ? আবার কী খুলবে 'বারান্দা' ক্যাফের দরজা ? কী বলছেন ধারাবাহিকের কুশীলবেরা ?