এবার পুজো গানে গানে.. - Rupankar Bagchi
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4507562-1055-4507562-1569051052245.jpg)
দুর্গাপুজোর সঙ্গে বাংলা গান ওতপ্রোতভাবে জড়িত। আগে পুজোর প্রাক্কালে মুক্তি পেত গানের অ্যালবাম বা রেকর্ড। এখন সেই চল খুব একটা নেই, কিন্তু, টেলিভিশন চ্যানেলগুলোতে প্রায় প্রতিদিনই কিছু না কিছু গানের অনুষ্ঠান হয়ে থাকে। সেরকমই একটা অনুষ্ঠান 'গানে গানে পুজো'। অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় দেখা যাবে জয় সরকার আর রূপঙ্কর বাগচীকে। থাকবেন সারেগামাপা-র প্রতিভাবান প্রতিযোগীরা। ETV ভারত সিতারা পৌঁছে গেছিল এই অনুষ্ঠানের শুটিং ফ্লোরে। গিয়ে দেখা গেল অষ্টমীর জন্য আগাম শুটিং হচ্ছে সেখানে। দেখে নিন ভিডিয়ো...